আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের জন্য দুই হাজার ২৫০ কোটি টাকা মঞ্জুর করল ভারতের পরিকল্পনা কমিশন।
বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লিতে পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান মন্টেক সিং আলুওয়ালিয়ার সঙ্গে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং অর্থমন্ত্রী বাদল চৌধুরীর বৈঠক হয়।
গত বছর রাজ্যকে এই খাতে দেওয়া হয়েছিল এক হাজার ৯৫০ কোটি টাকা। সে হিসাবে এবার বরাদ্দ বেড়েছে ৩০০ কোটি টাকা, প্রায় ১৫ শতাংশ।
২০১২-১৩ অর্থ বছরের জন্য রাজ্য পরিকল্পনা খাতে পরিকল্পনা কমিশনের কাছে চেয়েছিল দুই হাজার ৫৪০ কোটি টাকা। রাজ্যের চাহিদা থেকে ২৯০ কোটি টাকা কম দেওয়া হয়েছে এবার।
রাজ্যের অর্থমন্ত্রী বাদল চৌধুরী জানিয়েছেন, ‘আমরা যেটা চেয়েছিলাম তার থেকে কম দেওয়া হয়েছে। চাহিদা অনুসারে টাকা দেওয়া হলে ভালো হতো। উন্নয়নের কাজ দ্রুত করা সম্ভব হত। ’
তবে প্রশাসন সূত্রে খবর রাজ্য মোটামুটি সন্তুষ্ট পরিকল্পনা বরাদ্দে।
মুখ্যমন্ত্রী মানিক সরকার ঢাকা থেকে ফিরে এই বৈঠকে যোগ দেবার জন্য দিল্লি চলে গিয়েছিলেন।
গত দুদিন ধরে দিল্লিতে পরিকল্পনা কমিশনের আধিকারিকদের সঙ্গে রাজ্যের আধিকারিকদের বৈঠক চলছিল আগামী অর্থ বছরের বরাদ্দ নিয়ে। বৃহস্পতিবারের বৈঠকে তা চূড়ান্ত হয়।
বাংলাদেশ সময়: ০৪০৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১২
টিসি/
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর