আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৬৯ পয়সা বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এটা জানিয়েছেন রাজ্য বিদ্যুৎ রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মনোরঞ্জন কর্মকার।
এদিকে, বিদ্যুৎমন্ত্রী মানিক দে জানিয়েছেন, সরকার ভর্তুকি দেবে। কিন্তু কত ভর্তুকি দেবে তা এখনো ঠিক করা হয়নি।
জানা গেছে, সরকার ভর্তুকি দিলে তা সম্পূর্ণই দেওয়া হবে সাধারণ বিদ্যুৎ ভোক্তাদের। শিল্পে বা বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত বিদ্যুতে কোনো ভর্তুকি দেওয়া হবে না।
মনোরঞ্জন কর্মকার জানান, ১ এপ্রিল থেকে নতুন বিদ্যুতের মাশুল যুক্ত হচ্ছে রাজ্যে।
বর্তমানে বিদ্যুৎ উৎপাদন এবং বিক্রিতে ৫০ কোটি টাকা ক্ষতি হচ্ছে রাজ্য সরকারের। তাই মাশুল বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪৫৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১২
টিসি/
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর