ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গ থেকে ৫ জন রাজ্যসভায়

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১২

কলকাতা: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গ থেকে ৫ জন রাজ্যসভায় নির্বাচিত হলেন। এরা হলেন— তৃণমূল মুকুল রায়, নাদিমূল হক, কুনাল ঘোষ ও বিবেক গুপ্তা এবং সিপিএমের তপন সেন।



বৃহস্পতিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নান মনোনয়ন পত্র প্রত্যাহারের পর এদের নির্বাচন সুনিশ্চিত হয়।

বিধানসভার সচিব এই পাঁচ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার পর তৃণমূল কংগ্রেসের নাদিমূল হক, কুনাল ঘোষ ও বিবেক গুপ্তার হাতে এদিনই শংসাপত্র তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ২ এপ্রিল এই রাজ্যের ১৬টি রাজ্যসভা আসনের মধ্যে ৫ জনের মেয়াদ শেষ হচ্ছে। এদের জায়গায় এই ৫ জন আগামী ৬ বছরের জন্য রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন। এদের মধ্যে মুকুল রায় ও তপন সেন পুনর্নিবাচিত হলেন।

বাংলাদেশ সময় : ১৭৫৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১২

আরডি
সম্পাদনা : আহমেদ জুয়েল, আ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।