ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে হুজ্জতি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন কম্পিউটার শিক্ষকরা। শুক্রবার সকালে ঘটে এ ঘটনা।

পরে পুলিশ ওই শিক্ষকদের গ্রেফতার করে নিয়ে যায়।  

রাজ্যের বিভিন্ন স্কুলে কম্পিউটার শিক্ষক হিসাবে নিয়োজিত ছিল শখানেক তরুণ-তরুণী। তারা কাজ করতেন বিভিন্ন সংস্থার অধীনে। ওই সব সংস্থা এই শিক্ষকদের সম্প্রতি ছাঁটাই করে দেয়।

কম্পিউটার শিক্ষকরা দাবি করেন, রাজ্য সরকার যাতে তাদের স্থায়ীভাবে কাজে নিয়োগ করে। এ দাবিতে তারা প্রায় এক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন।

রাজ্য সরকার তাদের বলেছে, কম্পিউটার শিক্ষকরা কাজ করতেন বিভিন্ন বেসরকারি সংস্থার অধীনে। ফলে রাজ্য সরকার চট করে তাদের স্থায়ীভাবে নিয়োগ করতে পারে না। তারা যেসব সংস্থায় কাজ করতেন, সেসব সংস্থা যদি তাদের সঙ্গে বঞ্চনা করে, তবে রাজ্য সরকার ওই সংস্থাগুলোর সঙ্গে কথা বলবে। এছাড়া এখনই রাজ্য সরকারের কোনো কিছু করার নেই।

কিন্তু কম্পিউটার শিক্ষকরা রাজ্য সরকারের এ বক্তব্য মানতে নারাজ।
বিধানসভার বাজেট অধিবেশনেও এ বিষয়টি ওঠে। সেখানেও মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বক্তব্য জানান।

শুক্রবার সকালে আচমকা কিছু কম্পিউটার শিক্ষক জড়ো হন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে। তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন। হঠাৎ তারা গায়ে কেরোসিন এবং পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেবার চেষ্টা করেন।

সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা তাদের নিবৃত করেন। পরে তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পুলিশ মাঠে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুরো ঘটনাটির পেছনে রাজনৈতিক মদত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২

টিএস
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।