আগরতলা (ত্রিপুরা): সারা ত্রিপুরা রাজ্যে শুক্রবার পালিত হচ্ছে শহীদ ভগত সিং, রাজগুরু এবং শুকদেবের ৮৩ তম শহীদান দিবস।
দেশের স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছিলেন অকুতোভয় এই তিন যুবক।
ত্রিপুরায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে এ দিনটি পালন করছে বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলো। এদিন সকালে প্যরাডাইস চৌমুহনীতে ছাত্রযুব ভবনের সামনে শহীদদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
শহীদদের স্মরণে রাজ্যের বহু স্থানে হয়েছে রক্তদান শিবির। হয়েছে আলোচনা সভাও।
সন্ধ্যায় ছিল মশাল মিছিল। এসব মিছিলের পুরোভাগে ছিল তিন শহীদের বিরাট সব প্রতিকৃতি।
সারা ভারত গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী জানিয়েছেন, এ দিনটি তারা পালন করছেন সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসাবে। বর্তমান প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য তাদের।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২
টিএস
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর