কলকাতা: ধনুশের কোলাভেরি ডি, টলিউড অভিনেতা দেবের পর এবার ট্র্যাফিক-সচেতনতা বাড়াতে শচীন টেন্ডুলকারের শরণাপন্ন হলো কলকাতা পুলিশ।
শুক্রবার থেকে সারা শহরে লাগানো হলো তাদের নতুন হোর্ডিং।
নতুন প্রজন্মের কাছে সেখানে আবেদন, শচীন যেমন নিয়ম মেনে ক্রিকেট খেলেন, সেরকমভাবে নিয়ম মেনেই গাড়ি চালান।
একাই ‘এক শো’. হোর্ডিংয়ে শো কথাটির ইংরেজি অর্থ এমনভাবে ব্যবহার করা হয়েছে, যেন মাঠে শচীনের পারফরম্যান্স প্রদর্শনীর সমার্থক।
ট্র্যাফিক নিয়ে সচেতনতা বাড়াতে এভাবেই কথার খেলায় শচীনের শততম সেঞ্চুরিকে মূলধন করেছেন কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের বক্তব্য, এর মাধ্যমে শচীনকে অভিনন্দন জানানোর পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে।
এর আগে ট্র্যাফিক নিয়ে সচেতনতা বাড়াতে কোলাভেরি ডি নিয়ে হোর্ডিং করেছে কলকাতা পুলিশ। অভিনেতা দেবকেও ব্যবহার করা হয়েছে আইকন হিসেবে। এবার দেখার, শততম শতরানের মালিককে নিয়ে তাদের প্রচার কতটা প্রভাব ফেলে নতুন প্রজন্মের মধ্যে।
বাংলাদেশ সময় : ০২০৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২
আরডি/
সম্পাদনা: এইচ এম রাজীব