ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দেশের চতুর্থ সেরা কমান্ডো বাহিনীর স্বীকৃতি পেলো টিএসআর

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : দেশের চতুর্থ সেরা কমান্ডো বাহিনীর স্বীকৃতি পেলো ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)। এ ধরনের মর্যাদায় উৎফুল্ল বাহিনীর আধিকারিক থেকে শুরু করে জওয়ানরাও।



সম্প্রতি দেশের সবকটি সামরিক এবং আধাসামরিক বাহিনীর কমান্ডো শাখা নিয়ে একটি প্রতিযোগিতা হয়েছিল আসামের ডিপো শহরে। এধরনের প্রতিযোগিতা দ্বিতীয়বার হলো দেশে।

এ প্রতিযোগিতার মূল লক্ষ্য কমান্ডো বাহিনীগুলোর শৃঙ্খলা, আক্রমণ করবার ক্ষমতাসহ একটি কমান্ডো বাহিনীর জন্য প্রয়োজনীয় বিষয়গুলো পরখ করে নেওয়া।

এবারের প্রতিযোগিতায় দেশের সবকটি কমান্ডো বাহিনী অংশ নিয়েছিল। এদের মধ্যে টিএসআর কমান্ডো বাহিনী চতুর্থ হয়েছে। বর্তমানে এ বাহিনীর ১৩টি ব্যাটেলিয়ন রয়েছে।

১৯৮৫ সালে প্রথম টিএসআর বাহিনী গঠন করা হয়। রাজ্যে সন্ত্রাসবাদ মোকাবিলায় সবচেয়ে আক্রমণাত্মক এবং কার্যকর বাহিনী টিএসআর। এখন রাজ্যের বাইরে অন্য রাজ্যে বিভিন্ন নিরাপত্তার প্রয়োজনে ডাকা হচ্ছে এ বাহিনীকে।

সম্প্রতি ত্রিপুরা পুলিশ এবং টিএসআর প্রেসিডেন্ট কালার মেডেল পেয়েছিল। দেশের স্বাধীনতার পর এখন পর্যন্ত মাত্র ৪টি রাজ্যের পুলিশ এই বিরল সম্মান পেয়েছে।

প্রেসিডেন্ট কালার মেডেলের পর এবার এলো চতুর্থ সেরা কমান্ডো বাহিনীর মর্যাদা। যাতে খুশি সবাই।

বাংলাদেশ সময় : ১১১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২
তন্ময় চক্রবর্তী

সম্পাদনা : কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।