ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছেলেধরা সন্দেহে আগরতলায় দু’জন খুন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  ছেলেধরা সন্দেহে উত্তেজিত জনতা পিটিয়ে মেরেছে দুজনকে। ঘটনাটি শনিবার সন্ধ্যায় আগরতলার মানিকপুরে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তার অবস্থা আশঙ্কাজনক।

নিহত দুজন হলেন আব্দুল রুপখান এবং রাজাবাহাদুর চৌধুরী। মারাত্মক আহত হয়েছেন নির্মল সরকার।

পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল রুপখানের বাড়ি আসামের করিমগঞ্জে। তার দাদু মারা গিয়েছিলেন মানিকপুরে। ওখানে তার দাদু শ্রমিকের কাজ করতেন।
আব্দুল রুপখান মানিকপুরে এসেছিলেন তার দাদুর স্মৃতিতে প্রার্থনা করতে। তিনি মানিকপুর যান স্থানীয় নির্মল সরকার এবং রাজাবাহাদুর চৌধুরীকে নিয়ে।

মানিকপুর এলাকাটি লংতরাইভ্যালি মহকুমায় একদম উপজাতি অধ্যুষিত এলাকা।

মানিকপুরে তারা যখন প্রার্থনা সারছিলেন সেসময় স্থানীয় লোকজন সেখানে পৌঁছান। তারা প্রার্থনার কারণ জানতে চান। আব্দুল রুপখান তাদের সব ঘটনা বলেন। কিন্তু তাদের সন্দেহ দূর হয়নি।

স্থানীয় লোকজন ভাবে, তারা ছেলেধরা। এরপরই তারা আক্রমণ চালায়। ঘটনাস্থলেই মারা যান আব্দুল রুপখান। বাকিদের আনা হয় স্থানীয় হাসপাতালে। সেখানে মারা যান রাজা বাহাদুর চৌধুরী।

ঘটনাস্থলে পুলিশ গেলেও কেউ গ্রেফতার হয়নি।

বাংলাদেশ সময় : ০১১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২
টিএস
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।