ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আদিবাসী বিকাশ পরিষদের ডাকে ১১-১২ এপ্রিল তরাই-ডুয়ার্সে বনধ

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২

শিলিগুড়িঃ আদিবাসী বিকাশ পরিষদসহ ১৮টি সংগঠন তরাই-ডুয়ার্সে ১১ ও ১২ এপ্রিল বনধের ডাক দিয়েছে। নিজেদের ভাষা ও সংস্কৃতিকে বাঁচাতেই এই সংগঠনগুলি জিটিএ-র বাইরে থাকতে চায়।

তাই তারা জিটিএ তৈরির উচ্চ পর্যায়ের কমিটিকেও মানেন না বলে জানিয়েছে।

গোর্খা জনমুক্তি মোর্চা তরাই-ডুয়ার্সের ৩৯৮টি মৌজা জিটিএ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আন্দোলনের পথে নেমেছে।

এদিকে ওই অঞ্চলের আদিবাসী বিকাশ পরিষদ, কেপিপি, আমরা বাঙালিসহ ১৮টি সংগঠন তরাই-ডুয়ার্সকে জিটিএ অর্ন্তভুক্তির বিরোধী।

বিচারক শ্যামল সেনের নেতৃত্বে ৯ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি জুন মাসেই তাদের রিপোর্ট পেশ করবে। এরপরে পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হবে। শনিবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে মোর্চার ৬ সদস্যের বৈঠক হয়। সেখানেই তাদের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।

বেশ কিছুদিন ধরে মোর্চা তরাই-ডুয়ার্সকে পাহাড়ের অন্তর্ভুক্ত করার জন্য আন্দোলন করে আসছে। তরাই-ডুয়ার্সের মৌজা জিটিএ-র অন্তর্ভুক্ত করার জন্য পঞ্চায়েত নির্বাচন স্থগিত রেখেছে মোর্চা।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২

আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।