ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গ সরকারের কালো তালিকায় আনন্দবাজার পত্রিকা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২
পশ্চিমবঙ্গ সরকারের কালো তালিকায় আনন্দবাজার পত্রিকা

কলকাতা : এবার পশ্চিমবঙ্গের সংবাদপত্রগুলোর কালো তালিকা তৈরি করল মমতা ব্যানার্জির সরকার। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে কয়েকটি বিশেষ সংবাদপত্র ছাড়া বাকি সব সংবাদপত্রকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।



সোমবার সরকার একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজ্যের সরকারি গ্রন্থাগারগুলোতে আর আনন্দবাজার পত্রিকা, আজকাল, টাইমস অব ইন্ডিয়া, দি টেলিগ্রাফ রাখা যাবে না। তার বদলে সরকারের নির্ধারিত পত্রিকাগুলিই রাখতে হবে।

রাজ্যের প্রতিটি গ্রন্থাগারে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সেই মোতাবেক সোমবার সকাল ১০টা থেকে স্টেট সেন্ট্রাল লাইব্রেরি তা বাস্তবায়ন করেছে বলে লাইব্রেরিয়ান জানিয়েছেন।

সরকারি বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সংবাদ প্রতিদিন, দৈনিক স্টেটসম্যান, সকালবেলা, একদিন, খবর ৩৬৫ (বাংলা ভাষায়), সন্মার্গ (হিন্দি) ও আকবর-ই-মাসরিক (উর্দু) পত্রিকাই কেবল সঠিক ও উন্নয়নমূলক তথ্য দিতে পারে, অন্য কোনো পত্রিকা নয়। কাজেই সব রাজ্য গ্রন্থাগার এই পত্রিকাগুলি ছাড়া অন্য কোনো পত্রিকা রাখা যাবে না।

এতদিন পর্যন্ত গ্রন্থগার কমিটি নির্ধারণ করত কি কি সংবাদপত্র ও পত্রিকা তারা  রাখবেন। এখন সেই দায়িত্ব ওপরে এবার হস্তক্ষেপ করল রাজ্য সরকার।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২

আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;

জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।