কলকাতা : বেতন বৃদ্ধি, পদোন্নতি ও সকাল ৯টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কাজ করার দাবিতে আগামী ৩০ মার্চ দেশজুড়ে ১ দিনের গণছুটির ডাক দিলেন ভারতের এয়ারপোর্ট অথরিটির কর্মীরা।
এর ফলে ওই দিন বিমান পরিষেবা বিপর্যস্ত হওয়ার আশংকা।
এই ইস্যুতে মঙ্গলবার কলকাতার নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টরকে ঘেরাও করেছে এয়ারপোর্ট অথরিটির কর্মীরা।
এই বিক্ষোভের ফলে বিমানবন্দরের আধুনিকীকরণসহ বেশ কিছু কাজকর্ম ব্যহত হয়।
তবে জরুরি বিভাগের কর্মীরা এই ঘেরাও কর্মসূচিতে সামিল না হওয়ায় বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে। দীর্ঘ সময় ঘেরাও থাকার পর কর্মীদের দাবি দাওয়া বিষয়ে আশ্বাস দেওয়া হলে ঘেরাও তুলে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১১১০, মার্চ ২৭, ২০১২
আরডি
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর