ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বাংলাদেশের ৪১তম স্বাধীনতা দিবস উদযাপিত

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২
কলকাতায় বাংলাদেশের ৪১তম স্বাধীনতা দিবস উদযাপিত

কলকাতা: বাংলাদেশের ৪১তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো কলকাতায়। সোমবার বিভিন্ন অনুষ্ঠানের ম্যাধ্যমে বাংলাদেশ উপ-হাইকমিশন দিনটি পালন করে।



এদিন প্রথমে পার্ক সার্কাসের বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে সকালে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনর তারেক মুহম্মদ আরিফুল ইসলাম। এরপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মিশনের কর্মকর্তা ও কর্মীরা।

সন্ধ্যায় কলকাতা পাঁচতারা হোটেল তাজ বেঙ্গলের ক্রিস্টাল হলে দিনটি উদযাপন করা হয়। বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার তারেক মুহম্মদ আরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজউদ্দিন রাজু, পশ্চিমবঙ্গ সরকারেরর মুখ্যসচিব সমর ঘোষ, জনস্বাস্থ্য ও কারিগরিমন্ত্রী সুব্রত মুখার্জি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে, বিজেপির রাজ্য সভাপতি রাহুল রায়, তথাগত রায়, নাট্যকর্মী শোভা সেন, সাহিত্যিক নবনীতা দেবসেন, ভাষাবিদ পবিত্র সরকার প্রমুখ।

বাংলাদেশ সময় : ১১১০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২

আরডি
সম্পাদনা : ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।