ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে মহারাষ্ট্রে মাও হামলায় নিহত ১৫

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২

নয়াদিল্লি: ভারতের মহারাষ্ট্রের গড়চিরৌলির ধনৌরা থানা এলাকার পুস্তলায় মাওবাদী ল্যান্ডমাইন হামলায় প্রাণ হারালেন কমপক্ষে ১৫ জন সিআরপিএফ জওয়ান। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।



প্রশাসন সূত্রে জানা গেছে, তল্লাশি সেরে ফেরার পথে সিআরপিএফ-এর ১৯২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের বাসে হামলা চালায় মাওবাদীরা। সাম্প্রতিককালে মাওবাদীদের এটাই বড় হামলা বলে মনে করা হচ্ছে।

ছত্তিসগড়, মধ্যপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশে ঘেরা মহারাষ্ট্রের পুস্তলার কাছে ঘটনাটি ঘটে। জওয়ানদের বাসটি তল্লাশি সেরে পুস্তলা থেকে গাট্টা জেলায় যাচ্ছিলো। ল্যান্ডমাইনটি অত্যন্ত শক্তিশালী বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।

কম জনবসতিপূর্ণ অঞ্চল হওয়ার কারণে প্রাথমিক ত্রাণ ও উদ্ধার কার্য শুরু করতে দেরি হয়। কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী এমআই-১৭ হেলিকপ্টারে আহতদের গড়চিরৌলিতে আনা হয়।

মহারাষ্ট্রের ডিজিপি গড়চিরৌলি রওনা হয়েছেন। এর আগে সকালেই মহারাষ্ট্র সফররত সিআরপিএফ প্রধান বিজয় কুমার নাগপুর থেকে ঘটনাস্থলের উপর দিয়েই গড়চিরৌলির পথে যান। সিআরপিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ঘটনাস্থল পরিদর্শনে রওনা দিয়েছেন।

এই অঞ্চলে নকশাল হানা নতুন ঘটনা নয়। এর আগে নকশাল হানায় ২০০৯-এ ১৭ জন এবং ২০১১-তে ৪ পুলিশ নিহত হন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২
আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।