ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ডব্লিউডব্লিউএফ কলকাতায় পালন করবে আর্থ আওয়ার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১২

কলকাতা: গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিল ডব্লিউডব্লিউএফ। বিশ্ব প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার কলকাতা শাখার উদ্যোগে আগামী ৩১ মার্চ পালন করা হবে `আর্থ আওয়ার`।



ওই দিন রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা, এই একঘণ্টা বাড়িতে আলো না জ্বালানোর আবেদন জানিয়েছে ডব্লুডব্লুএফ। পরিবেশের স্বার্থে এ হেন উদ্যোগে সামিল হয়েছে রাজ্য সরকারের পরিবেশ দফতর ও কলকাতা পৌরসভা।

পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতেই ২০০৭ সালে সিডনি শহরে একঘণ্টা নেভানো হয়েছিল সব আলো। উদ্যোগ নিয়েছিল ডব্লুডব্লুএফ। এবার ৫ বছরে পা দিল তাদের সেই আর্থ আওয়ার উদ্যোগ। পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে পা মিলিয়ে আগামী ৩১ মার্চ বিশেষ দিনটি পালন করতে চলেছে কলকাতাও।

ডব্লিউডব্লিউএফ-এর তরফে জানানো হয়েছে, শুধু আলো নিভিয়ে পরিবেশ রক্ষার বার্তা পাঠানোর আবেদন নয়, ৩১ মার্চ কার্জন পার্ক থেকে একটি বিশেষ ট্রাম চালানো হবে। ট্রামটি যে যে রাস্তা দিয়ে যাবে সেখানকার আলো নেভানো থাকবে।  

বাংলাদেশ সময় : ১৫০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১২

আরডি/
সম্পাদনা : ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।