ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছিটমহল বিনিময় আন্দোলনে সংহতি পিপলস ফোরামের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১২

কলকাতা: ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করলো বাংলাদেশ-ভারত-পাকিস্তান পিপলস ফোরাম।

বুধবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে তারা এই সংহতি জ্ঞাপন করেন।



এদিনের এ বৈঠকে উপস্থিত ছিলেন পিপলস ফোরামের ভারতীয় অংশের সম্পাদক মানিক সমাজদার, পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সত্যব্রত চৌধুরী, সহ-সভাপতি দীলিপ রায়, ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির উপদেষ্টা ড. রক্তিম দাশ প্রমুখ।

সংগঠনটির পক্ষ থেকে এদিন, বাংলাদেশে অবস্থিত পুটিমারি ছিট ও কোচবিহারের দিনহাটা শহরের সংহতি ময়দানে ছিটমহল বিনিময়েরর দাবিতে আমরণ অনশনরত আন্দোলনকারীদের প্রতি সংবাদমাধ্যমের দৃষ্টি আর্কষণের জন্য আবেদন করা হয়।

কলকাতায় রাজ্যপাল এম কে নারায়ণের কাছে বিষয়টি তুলে ধরার জন্য তারা দেখা করতে চেয়েছেন বলে এদিন তারা জানান।

বিনিময় সমন্বয় কমিটির উপদেষ্টা ড. রক্তিম দাশ বলেন, ১২ মার্চ দিনহাটায় অনশন শুরু করেন ছিটমহলের ৮ জন সহ বিনিময় কমিটির সহ-সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত। অনশনকারী ছিটমহলের বাসীন্দাদের প্রত্যেকের গড় বয়স ৬৫ থেকে ৭৫ বছর। এ ৮ জন ১৯ মার্চ গুরুতর অসুস্থ হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, ১৭ দিন ধরে দীপ্তিমান অনশন করে যাচ্ছেন। তার শারিরীক অবস্থার অবনতি ঘটেছে। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনিক কোনো তৎপরতা চোখে পড়ছে না।

তিনি আরো বলেন, একই অবস্থা বাংলাদেশেও। সেখানেও ৩০ জন অনশন করছেন। আমরা ইন্দিরা-মুজিব চুক্তি পরবর্তীতে মনমোহন-হাসিনা চুক্তির আলোকে এর সমাধান চাই। এটা মানবধিকারের প্রশ্ন। অহেতুক একটা মহল থেকে জমির ইস্যু তোলা হচ্ছে। জমি যদি সরকারের হয়, তাহলে মানুষও তো সরকারের। তাহলে তাদের দায় কেন নেওয়া হবে না।

এদিকে, বাংলানিউজের শিলিগুড়ি করেসপন্ডেন্ট জানিয়েছন, অনশনের ১৭ দিনে এসএউসিআই দলের পক্ষ থেকে এই আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করা হয়েছে। এদিন দলটির একটি প্রতিনিধি দল অনশনস্থলে যান।

অনশনের সমর্থনে বৃহস্পতিবার দিনহাটা শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১২
আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।