ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২ মাসে ব্যাংক খাতে সরকারের ঋণ কমেছে ৩২৮৩ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
২ মাসে ব্যাংক খাতে সরকারের ঋণ কমেছে ৩২৮৩ কোটি টাকা

ঢাকা: চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসে ব্যাংক থেকে নেওয়া সরকারের ঋণ নিট ৩ হাজার ২৮৩ কোটি টাকা কমেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

তথ্য বলছে, সরকার ব্যয় সংকোচনের যে নীতি গ্রহণ করেছে এর ফলে ঋণের পরিমাণ কমেছে। জুলাই-আগস্ট দুই মাসে সরকার বাংলাদেশ ব্যাংককে ঋণ পরিশোধ করেছে ২২ হাজার ৮৮ কোটি টাকা। আর বাণিজ্যিক ব্যাংক থেকে নিয়েছে ১৮ হাজার ৮০৫ কোটি টাকা। এর ফলে সরকারের নিট ঋণ ৩ হাজার ২৮৩ কোটি টাকা কমেছে।  

তথ্য আরও বলছে, বাংলাদেশ ব্যাংক থেকে সরকার যে ঋণ নিয়েছে চলতি বছরের জুন শেষে সেই ঋণের স্থিতি ছিল ১ লাখ ৫৭ হাজার ৬৪০ কোটি টাকা। আর ৩১ আগস্টে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৫৫২ কোটি টাকা। দুই মাসে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণ ২২ হাজার ৮৮ কোটি টাকা পরিশোধ করেছে।

অন্যদিকে একই সময়ে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ বেড়েছে ১৮ হাজার ৮০৫ কোটি টাকা। জুন শেষে বাণিজ্যিক ব্যাংকে সরকারের ঋণস্থিতি ছিল ২ লাখ ৩৬ হাজার ১৩৮ কোটি টাকা। ৩১ আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৯৪৩ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
জেডএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।