ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঝালকাঠিতে বাজুসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
ঝালকাঠিতে বাজুসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠি: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঝালকাঠি জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১২টায় জেলা শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার শতাধিক স্বর্ণ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।  

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাসুদুর রহমান।  

বিশেষ অতিথি হিসেবে বাজুস স্ট্যান্ডিং কমিটির অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সদস্য আবু নাসের মো. আব্দুল্লাহ, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য শেখ মো. মুসা, বাজুস বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ অনেকে বক্তব্য দেন।  

মাসুদুর রহমান বলেন, বাজুস গঠনের মাধ্যমে এখন সারা দেশের স্বর্ণ ব্যবসায়ীরা সঠিক ও সুশৃঙ্খলভাবে ব্যবসা করছেন। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারা দেশে স্বর্ণ ব্যবসায়ীরা একটি নিয়মের মধ্যে এসেছেন। বাজুস এখন শুধু দেশেই নয়, বিদেশেও প্রশংসিত হচ্ছে। ফলে বাজুস দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের বাজারেও ক্রেতাদের কাছে আস্থার জায়গা তৈরি করে নিয়েছে। কারণ বাজুস স্বর্ণের দর আন্তর্জাতিক বাজারদর ঠিক রেখেই নির্ধারণ করে যাচ্ছে।  

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাজুস ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক মো. নুরুল আলম ও বাজুস ঝালকাঠি জেলা শাখার সদস্য সচিব মো. ইউসুফ হাওলাদারের সঞ্চালনায় জেলা শাখার সদস্যরা জেলার ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।