ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশে প্রথমবার 

ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকদের সম্মাননা জানালো প্রিমিয়ার ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকদের সম্মাননা জানালো প্রিমিয়ার ব্যাংক

ইংরেজি মাধ্যম স্কুলে ১৫ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী ১০০ শিক্ষককে ‘শিক্ষায় শ্রেষ্ঠত্ব’ পুরস্কার দেওয়া হয়েছে।  

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মতো এই স্বীকৃতি সম্মাননা দিল।

বুধবার (২০ সেপ্টেম্বর) ঢাকার রেনেসাঁ হোটেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজুল করিম এফসিএমএর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (এমপি)। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম ইমরান ইকবাল এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সম্মানিত কিউরেটর ও সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।

প্রিমিয়ার ব্যাংক ‘শিক্ষায় শ্রেষ্ঠত্ব’- স্বীকৃতি ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।