ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অবরোধে ফেনীর কাঁচাবাজারে ক্রেতার আকাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
অবরোধে ফেনীর কাঁচাবাজারে ক্রেতার আকাল

ফেনী: বিএনপি-জামায়াতসহ সমমনা দলের ডাকা ৭২ ঘণ্টার অবরোধে ক্রেতাশূন্য হয়ে পড়েছে ফেনীর কাঁচা বাজার।  

পর্যাপ্ত পরিমাণ শাকসবজি, মাছ-মাংসের সরবরাহ থাকলেও বাজারে নেই ক্রেতা।

ফলে ব্যবসায়ীরা লোকসানের আশঙ্কা করছেন।

ক্রেতা না থাকায় ব্যবসায়ীরা অলস সময় কাটাচ্ছেন।  

বৃহস্পতিবার (০২ নভেম্বর) ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট ও বড় বাজারের ঘুরে দেখা গেছে একই চিত্র।  

শহরের হকার্স মার্কেটের সবজি বিক্রেতা শামীম বলেন, অবরোধের মধ্যে অতিরিক্ত ভাড়া দিয়ে পণ্য নিয়ে এসেছি। কিন্তু ক্রেতা না থাকায় পণ্যগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গত দুইদিন অবরোধে তেমন বেচাকেনা হয়নি।

মজনু নামে এক মাংস ব্যবসায়ী বলেন, অবরোধের কারণে যানবাহন বন্ধ থাকায় ক্রেতা না থাকায় বেচাবিক্রি কমে গেছে।

আওয়াল নামে এক মুরগি ব্যবসায়ী বলেন, স্বাভাবিক অবস্থায় যেখানে এক লাখ টাকার মুরগি বিক্রি করতাম সেখানে অবরোধে ১০ হাজার টাকার মতোও বিক্রি হয় না।

ফেনী সুলতান মাহমুদ  হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. সবুজ বলেন, পরিবহন বন্ধ থাকায় দূরদূরান্তের ক্রেতারা আসতে না পারায় ক্রেতাশূন্য হয়ে পড়েছে বাজার। গত দুদিনেও ব্যবসায়ীরা লোকসান গুনেছি।

ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী বলেন, অবরোধের কারণে বাজারে ক্রেতা কম রয়েছে, অবরোধ দীর্ঘায়িত হলে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়বে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এসএইচডি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।