ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডেঙ্গু রোধে আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের বাসাবাড়ির চারপাশ পরিষ্কারের নির্দেশ ‍বাংলাদেশ ব্যাংকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
ডেঙ্গু রোধে আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের বাসাবাড়ির চারপাশ পরিষ্কারের নির্দেশ ‍বাংলাদেশ ব্যাংকের

ঢাকা: ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে কর্মীদের বাড়ির চারপাশ পরিষ্কার-পরিছন্ন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সম্পর্কিত এক নির্দেশনা জারি করে সব নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে এ নির্দেশনা দেওয়া হয়। ’

বাংলাদেশে ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির-২০২৪’ সালের প্রথম সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে আপনাদের আঙিনা ও চারপাশের পরিবেশ বছরব্যাপী নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের নির্দেশনা দেওয়া হলো।  

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
জেডএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।