ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক সপ্তাহে রিজার্ভ কমল ৭১ লাখ ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
এক সপ্তাহে রিজার্ভ কমল ৭১ লাখ ডলার

ঢাকা: এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ৭০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

বৃহস্পতিবার (২১মার্চ) বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক নির্বাচিত অর্থনৈতিক সূচকে এ তথ্য জানানো হয়েছে।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকুর) বিল পরিশোধের পর গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুসারে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৯ দশমিক ৯৯ বিলিয়ন (বিপিএম৬) ডলার বা এক  হাজার ৯৯৯ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ডলার।

এক সপ্তাহ পর বৃহস্পতিবার (২১ মার্চ) রিজার্ভ দাঁড়িয়েছে এক হাজার ৯৯৮ কোটি ৯৬ লাখ ৬০ হাজার ডলার (বিপিএম৬)।   

সর্বশেষ বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৫২৪ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলার। এক সপ্তাহ আগে আকুর বিল পরিশোধের পর মোট রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৫২৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার।     

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
জেডএ/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।