ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জয়পুরহাটে বাজুসের মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, মে ৩, ২০২৪
জয়পুরহাটে বাজুসের মতবিনিময় সভা

জয়পুরহাট: বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন (বাজুস) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টার মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৩ মে) বিকেল ৫টায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাজুস জয়পুরহাট জেলা শাখার সভাপতি এ এস এম নুরনবী দেওয়ান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জয়নাল আবেদীন খোকন। অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উত্তম ঘোষ ও আলী হোসেন।

জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত সাহার সঞ্চালনায় সভায় জয়নাল আবেদীন খোকন বলেন, বাজুস অনেক আগের সংগঠন। কিন্তু সায়েম সোবহান আনভীর প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর জুয়েলারি ব্যবসা বর্তমানে সম্মান অর্জন করেছে। এ ব্যবসাকে আরও শক্তিশালী করতে দেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুসের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে আমরাও স্মার্ট জুয়েলারি ব্যবসায়ী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবো। কাজেই নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে বাজুসের নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী ব্যবসা পরিচালনা করলে আমরা প্রত্যেকেই লাভবান হবো।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মে ০৩, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।