ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শাহজিবাজার পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ও ব্যয় বাড়লো 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মে ২৭, ২০২৪
শাহজিবাজার পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ও ব্যয় বাড়লো  ফাইল ফটো

ঢাকা: হবিগঞ্জে শাহজিবাজার পাওয়ার কোম্পানির রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ পাঁচ বছর বাড়ানোসহ বিদ্যুৎ বিভাগের পাঁচটি সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্পে অতিরিক্ত ৯৭ কোটি৭২ লাখ ১৯ হাজার ২০৫ টাকা ব্যয় বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার।  

সোমবার (২৭ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়েছে।

 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, মাধবপুর, হবিগঞ্জ ৮৬ মেগাওয়াট গ্যাস ভিত্তিক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বর্ধিত মেয়াদের ট্যারিফ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। বিদ্যুৎকেন্দ্রের স্পন্সর কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানির সঙ্গে সরকারের ১৫ বছর চুক্তির মেয়াদ ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি উত্তীর্ণ হয়।  

এই বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর সুপারিশ করে বাবিউবো। বাবিউবো এবং নেগোসিয়েশন কমিটি কর্তৃক স্পন্সর কোম্পানির সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত চুক্তির শর্ত চূড়ান্ত করে গ্যাস ভিত্তিক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ৫ বছর বৃদ্ধির জন্য স্পন্সর কোম্পানির সঙ্গে ট্যারিফ কিলোওয়াট ঘণ্টা ৭.০৪১২ টাকা হিসেবে নো ইলেক্ট্রিসিটি, নো পেমেন্ট ভিত্তিতে সংশোধিত চুক্তি সম্পাদনের অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।  


বর্ধিত মেয়াদে (৫ বছরে) স্পন্সর কোম্পানিকে ১ হাজার ৮৫৬ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে। বর্ণিত প্রস্তাবে ট্যারিফ আগের তুলনায় হ্রাস পাওয়ায় বর্ধিত মেয়াদে প্রায় ৭১.২০ কোটি টাকা ব্যয় সাশ্রয় হবে।  


সচিব জানান, সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ (২য় সংশোধিত)’ প্রকল্পের প্যাকেজ নম্বর-এসপিআইপি-ডব্লিউ-১ এর পূর্ত কাজের পরিমাণ বেড়ে যাওয়ায় ১২ কোটি ৭০ লাখ ৫৯ হাজার ৬১৩ টাকা ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। প্রকল্পটি বাস্তবায়ন করেছে বেঙ্গল সোলার যৌথ কোম্পানি।  

বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলো হলো: ‘সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ (দ্বিতীয় সংশোধিত)’ প্যাকেজ নম্বর-এসপিআইপি-ডব্লিউ-২ এর পূর্ত কাজের ১৭ কোটি ৮৯ লাখ ৫৮ হাজার ৪৮৭ টাকার ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।  
‘সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ (দ্বিতীয় সংশোধিত)’ প্যাকেজ নম্বর-এসপিআইপি-ডব্লিউ-৩ এর পূর্ত কাজের ১৭ কোটি ৭০ লাখ ৩২ হাজার ২০৭ টাকার ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।  

‘সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ (দ্বিতীয় সংশোধিত)’ প্যাকেজ নম্বর-এসপিআইপি-ডব্লিউ-৪ এর পূর্ত কাজের ১৭ কোটি ৩৭ লাখ ৯ হাজার ৪৯১ টাকার ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।  

‘সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ (দ্বিতীয় সংশোধিত)’ প্যাকেজ নম্বর-এসপিআইপি-ডব্লিউ-৫ এর পূর্ত কাজের ১৭ কোটি ২৮ লাখ ২৯ হাজার ৭৪ টাকার ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।  

‘সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ (দ্বিতীয় সংশোধিত)’ প্যাকেজ নম্বর-এসপিআইপি-ডব্লিউ-৬ এর পূর্ত কাজের ১৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৩৩৩ টাকা টাকার ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।  
এ প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে বেঙ্গল সোলার যৌথ কোম্পানি।  

ভেরিয়েশনের কারণ হিসেবে, কোভিড-১৯ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে দেশীয় এবং বিদেশি বিভিন্ন মালামালের মূল্য বৃদ্ধি, যাতায়াত, পরিবহন, গুদামজাতকরণ, ব্যবস্থাপনা ও সমন্বয়ের খরচ ও সময় বৃদ্ধি, গ্রাহক সংগ্রহে প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি সময় এবং ডলারের দাম বাড়ার কথা বলা হয়েছে ।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মে ২৭, ২০২৪
জিসিজি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।