ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনল বাংলাদেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনল বাংলাদেশ

ঢাকা: কয়েক দশক পর পাকিস্তান থেকে ২৫ হাজার টন উচ্চমান সম্পন্ন চিনি কিনেছে বাংলাদেশ। যা জানুয়ারি মাসেই চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে।

এর আগে বাংলাদেশ বেশিরভাগ সময় ভারত থেকে চিনি কিনতো। এবার এ নিত্যপণ্য পাকিস্তান থেকেও কিনল বাংলাদেশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

ওই সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ। এই চিনি জানুয়ারি মাসে করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বহু দশক পর ভ্রাতৃপ্রতিম দেশ বাংলাদেশে এত বিপুল পরিমাণে নিজেদের উৎপাচিত পণ্য পাঠাচ্ছে পাকিস্তানি চিনি শিল্প। এর আগে সোমবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টনে ৫৩০ মার্কিন ডলারে পৌঁছেছে।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, এর আগে ভারতের চিনি আমদানি করে আসছিল বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুমোদনের পর এবার কমবেশি ছয় লাখ টন চিনি রপ্তানির চুক্তি করল পাকিস্তান। এর মধ্যে ৭০ হাজার টন চিনি পাকিস্তান থেকে পাঠানো হবে মধ্য এশিয়ার দেশে।

দেশটির চিনি শিল্প থেকে ৫০ হাজার টন চিনি কিনেছে থাইল্যান্ড। পাকিস্তানের চিনি ব্যবসায়ীদের কর্মকর্তা মজিদ মালিকের মতে, উপসাগরীয় রাষ্ট্র, আরব দেশ এবং আফ্রিকান দেশগুলোও পাকিস্তান থেকে চিনি কেনার চুক্তি করেছে।

চিনি রপ্তানি থেকে ৪শ-৫শ মিলিয়ন মার্কিন ডলার আয় হবে পাকিস্তানের। মূলত পাকিস্তানের চিনি শিল্প দক্ষিণ এশিয়ার এই দেশটির জন্য একটি প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী শিল্প হয়ে উঠেছে।

এবার দেশটির ৮০টিরও বেশি চিনিকল সোমবার থেকে চিনি উৎপাদন শুরু করেছে বলেও জানা যায় দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।