ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩০০ সিসির মোটরসাইকেল নিয়ে বাংলাদেশের বাজারে সিএফ মটো

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
৩০০ সিসির মোটরসাইকেল নিয়ে বাংলাদেশের বাজারে সিএফ মটো চীনের অটোমোবাইল ব্র্যান্ড সিএফ মটোর একটি মোটরসাইকেল। জানুয়ারি থেকে মিলবে বাংলাদেশের বাজারে। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: ৩০০ সিসির মোটরসাইকেল নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে চীনের অটোমোবাইল ব্র্যান্ড সিএফ মটো। এ মোটরসাইকেলের মধ্যে আকর্ষণীয় মডেল হলো ৩০০ এসআর, ২৫০ এসআর ও ২৫০ এনকে।

নতুন এসব মোটরসাইকেলের  দাম যথাক্রমে চার লাখ ৫৮ হাজার ৫০০ টাকা, তিন লাখ ৮৮ হাজার ৫০০ এবং তিন লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবিতে) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এ মোটরসাইকেলের উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিএমএলের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন, সিএফ মটোর দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার লিউ চুনচেন (হাডসন), মার্কেটিং ম্যানেজার ডেং সিইউন (গ্যারি), দক্ষিণ-পূর্ব এশিয়ার সেলস ম্যানেজার বুউ আওলিন প্রমুখ

মোটরসাইকেলগুলোর ফিচারসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন বাংলাদেশে সিএফ মটোর পরিবেশক এনজিএমএলের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, এনজিএমএল-এর ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন তানভীর এবং এনজিএমএলের সিইও মো. রেজাউল করিম।

সিএফ মটোর পক্ষ থেকে জানানো হয়, যেসব রাইডার সেফ রাইড এবং গতি পছন্দ করেন তাদের জন্য ডিজাইন করা হয়েছে সিএফ মটো ৩০০ এসআর। এতে যুক্ত করা হয়েছে ২৯৮ সিসি ইঞ্জিন, যা স্ট্রিট রাইড ও ট্র্যাক রাইডে দুর্দান্ত অভিজ্ঞতা দেবে। গাড়িটির দাম রাখা হয়েছে চার লাখ ৫৮ হাজার ৫০০ টাকা।

এই বাইকে নিরাপত্তা ও সুষ্ঠু নিয়ন্ত্রণের জন্য আছে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। যারা স্টাইলিশ রাইডিং পছন্দ করেন, তাদের জন্য এর সিটিং পজিশন রাখা হয়েছে স্পোর্টিং রাইডিংয়ের মতো করে। বাইকটি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড-কুলড ইএফআই ইঞ্জিনের সঙ্গে ৩০ বিএইচপি পাওয়ার এবং ২৭ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। বাইকটিতে সর্বাধুনিক প্রযুক্তির টিএফটি ডিসপ্লে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও ইউএসডি সাসপেনশন নিশ্চিত করে থ্রিলিং রাইডিং অভিজ্ঞতা। গতি ও পারফরম্যান্সে আগ্রহী রাইডারদের জন্য ৩০০ এসআর একটি চমৎকার পছন্দ হতে পারে।  

নেকেড স্পোর্ট বাইক ক্যাটাগরির বাইক সিএফ মটো ২৫০ এনকে। এতে রয়েছে ২৪৯.২ সিসি ইঞ্জিন যা রাস্তায় চলার জন্য ম্যাক্সিমাম পাওয়ার ২৭.৫ বিএইচপি/৯৭৫০ আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক ২২ এনএম/৭৫০০ আরপিএম উৎপাদন করতে পারবে। ব্রেকিং পারফরম্যান্স এবং রাইডারদের নিরাপত্তা নিশ্চিত করতে বাইকটিতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। এছাড়া বাইকটিতে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তির ট্রেলিস ফ্রেম। যারা শক্তি ও গতি একসঙ্গে চান, তাদের জন্য বাইকটি ডিজাইন করা হয়েছে। ২৫০ এনকে বাইকটি দৈনন্দিন যাতায়াতের জন্য আদর্শ বাইক হতে পারে। বাইকটির দাম তিন লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।

পারফরম্যান্স-ওরিয়েন্টেড রাইডারদের জন্য ডিজাইন করা হয়েছে সিএফ মটো ২৫০ এসআর বাইকটি। এই বাইকে যুক্ত করা হয়েছে ট্র্যাক-ইন্সপায়ারড ২৪৯ সিসি ইঞ্জিন। বাইকটির দাম তিন লাখ ৮৮ হাজার ৫০০ টাকা। বাইকটিতে সাসপেনশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা দ্বারা শহরের রাস্তায় কিংবা উচু-নিচু উভয় রাস্তায় দারুণ গতিশীলতা ও নিয়ন্ত্রণ রাখা যাবে। এর ট্রেলিস ফ্রেম এবং স্পোর্টি রাইডিং পজিশন রাইডারদের জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে। সিএফ মটো ২৫০ বাইকটি দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী এবং যারা আরও বেশি কিছু চান তাদের জন্য একটি আদর্শ পছন্দ হতে পারে।

সিএফ মটোর নতুন এসব বাইক উদ্বোধনকালে জানানো হয়, জানুয়ারি মাসে এসব মোটরসাইকেল বাজারে আসবে। এসব মোটরসাইকেল বিক্রয়োত্তর সেবা দেওয়ার ক্ষেত্রে এক নতুন পদ্ধতি অনুসরণ করবে। যে কোনো জায়গা থেকে ফোনকল করলে সিএফ মটোর লোক গিয়ে সেবা দিয়ে আসবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
জেডএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।