ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গার্মেন্ট খাতে তৈরি হয়েছে ৪০ হাজার আইটি পদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
গার্মেন্ট খাতে তৈরি হয়েছে ৪০ হাজার আইটি পদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: গত একবছরে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রায় ৪০ হাজার আইটি ইঞ্জিনিয়ারের পদ তৈরি ও চাকরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম।
 
বুধবার (১১ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বেসরকারি খাতের উত্তম ব্যবস্থাপনার জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা জানান।


 
আতিকুল ইসলাম বলেন, গার্মেন্টস খাত আইটি নির্ভর হয়ে যাচ্ছে। আমাদের গার্মেন্টস খাত সনাতনী পদ্ধতি থেকে বেরিয়ে আইটির দিকে ঝুঁকছে। বিশ্বের সঙ্গে তাল মেলাতে হলে আমরা আইটি ছাড়া চলতে পারবো না। গত একবছরে ৪০ হাজার আইটি ইঞ্জিনিয়ারের চাকরি হয়েছে। গার্মেন্টস খাত ইন্ডাস্ট্রিয়াল, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, আরএফটি, জাস্ট ইন টাইম’র দিকে যাচ্ছে।
 
ইন্টারন্যাল মার্কেটে প্রচুর সংখ্যক আইটি জনবল দরকার বলেও জানান তিনি।
 
গার্মেন্টস খাতে সেক্টরওয়াইজ সফটওয়্যার প্রয়োজন। গার্মেন্টস খাতে প্রতিদিন ৬শ’ ৯৮ কোটি টাকা রপ্তানি করতে হয়। আরও বাড়াতে হলে আইটি ছাড়া বিকল্প নেই।
 
সাপ্লাই চেইন আইটি নির্ভর করতে হবে জানিয়ে আতিকুল বলেন, টয়োটা কোম্পানি আগে তিন মাসে একটি গাড়ি উৎপাদন করতো। এখন সাপ্লাই চেইনের মাধ্যমে মাত্র সাড়ে ১৭ মিনিটে একটি গাড়ি উৎপাদন করছে। আইটি সিস্টেম গ্রহণ না করায় অনেক ইন্ডাস্ট্রি পেছনে পড়ে আছে।
 
গার্মেন্টস খাতে সফটওয়্যার চালানোর জন্য দক্ষ জনবল পাচ্ছেন না বলেও জানান আতিকুল।
 
তিনি বলেন, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএকে এসব সফটওয়্যার দেওয়া গেলে আন্তর্জাতিক বাজার ও রপ্তানি দুটিই বাড়বে।
 
গার্মেন্টস খাতে ডাটাবেজ হচ্ছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, গার্মেন্টস খাতে কোনো ডাটাবেজ নেই। সম্পূর্ণ ইন্ডাস্ট্রির জন্য ডাটাবেজ করতে হবে। গার্মেন্টস খাত দক্ষ জনবল, আইটি সংযোগসহ আপডেট না করতে পারলে ৫০ বিলিয়ন রপ্তানির যে টার্গেট তা ব্যাহত হবে।
 
আলোচনা সভায় দক্ষ জনবল তৈরিতে আইটি খাতকে গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান আইটি সংশ্লিষ্টরা।
 
বাংলাদেশ সময়: ১৫০২ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।