ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

না’গঞ্জে আমান সিমেন্ট কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
না’গঞ্জে আমান সিমেন্ট কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার এলাকার আমান সিমেন্ট মিলস লিমিটেডকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১১ ফেব্রুয়ারি) কারখানার মালিককে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে ডেকে শুনানি শেষে  এ জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর।



একইদিন পরিবেশ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরিবেশগত ছাড়পত্র না নেওয়া এবং  পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় আমান সিমেন্ট মিলস লিমিটেড(ইউনিট-২) কে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময় : ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।