ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঋণ পুনর্গঠন আবেদন যাচাইয়ে কেন্দ্রীয় ব্যাংকের কমিটি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
ঋণ পুনর্গঠন আবেদন যাচাইয়ে কেন্দ্রীয় ব্যাংকের কমিটি

ঢাকা: ৫০০ কোটি টাকার বেশি অঙ্কের ঋণ পুনর্গঠনের আবেদন যাচাইয়ে ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে জারি করা নীতিমালা অনুযায়ী আবেদন যাচাই-বাছাই করে অনুমোদনের জন্য উপস্থাপন করবে কমিটি।



কমিটির প্রধান করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরীকে। কমিটির অন্য সদস্যরা হলেন, অফসাইট সুপারভিশন বিভাগের উপমহাব্যবস্থাপক শান্তি রঞ্জন সাহা, ব্যাংক পরিদর্শন বিভাগের উপমহাব্যবস্থাপক দীপংকর ভট্টাচার্য ও যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী, ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ আবুল হাসেম।

গত ২৭ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ঋণ পুনর্গঠন নীতিমালায় অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।