ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিজিটাল ওয়ার্ল্ড- ২০১৫

আজীবন সম্মাননা পুরস্কার পেলেন ড. আতিউর

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
আজীবন সম্মাননা পুরস্কার পেলেন ড. আতিউর বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রযুক্তি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’- এ বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানকে ‘আজীবন সম্মাননা পুরস্কার’ প্রদান করা হয়েছে।

১২ ফেব্রুয়ারি ২০১৫ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রযুক্তি মেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর ড. আতিউরের হাতে এ পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

 

কেন্দ্রীয় ব্যাংক থেকে তথ্যপ্রযুক্তিবান্ধব বাস্তবমুখী নীতি-উদ্যোগ গ্রহণের স্বীকৃতিস্বরূপ ড. আতিউরকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

সম্মাননা প্রদানের ঘোষণা পত্রে উল্লেখ করা হয়, একজন খ্যাতনামা অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ড. আতিউর রহমানের নেয়া সময়োপযোগী ও ইতিবাচক ব্যাংকিং নীতি-কর্মসূচিগুলো জাতীয় অর্থনীতির উন্নয়নে ব্যাপক অবদান রেখেছে। তথ্যপ্রযুক্তি খাতে তাঁর নিবিড় মনোযোগ বিশেষ করে, অর্থায়ন সুবিধা ও অনলাইন লেনদেন এ খাতের প্রসারে সহায়ক ভূমিকা রেখেছে।

গত ৯ ফেব্রুয়ারি ৪দিন ব্যাপী এ মেলা শুরু হয়। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।