ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যবসা করতে চাই, আমাদের ধবংস করবেন না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
ব্যবসা করতে চাই, আমাদের ধবংস করবেন না ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিজিএমইএ প্রেসিডেন্ট আতিকুল ইসলাম বলেছেন, হরতাল-অবরোধের প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম। আমাদের সেই কর্মসূচিতে ককটেল হামলা চালানো হলো।

এভাবে বোমাবাজি করে আমাদের আটকানো যাবেনা। বোমাবাজদের কাছে আমরা মাথানত করবো না। আমরা ব্যবসা করতে চাই। আমাদের ধবংস করবেন না।

শনিবার(১৪ ফেব্রুয়ারি’২০১৫) দুপুরে বিজিএমই ভবনের সামনে অনশন কর্মসূচি চলাকালে ককটেল হামলার পর দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের একের পর এক কর্মসুচি চলতেই থাকবে। রাজনীতিবিদদের বলবো, আপনারা রাজনৈতিকভাবে রাজনৈতিক সমস্যা সমাধান করুন। আমাদের হত্যা করে নয়। এসব করে ব্যবসা বাণিজ্য বন্ধ করার সন্ধি চলছে।

ইএবি প্রেসিডেন্ট সালাম মুর্শেদী বলেন, আমাদের ব্যবসা করতে দিন। ব্যবসায়ীরা রাস্তায় নামলে পালানোর পথ খুঁজে পাবেন না। আমরা ধবংস হলে তার দায় কে নেবে, সে চিন্তা করুন।  

রাজনৈতিকদলগুলোর উদ্দেশে এফবিসিসিআই‘র সাবেক প্রেসিডেন্ট একে আজাদ বলেন, আপনারা আপনাদের রাজনীতির কারণে আমাদের পুড়িয়ে মারবেন না। আমাদের ওপর বোমাবাজি করবেন না। বায়ার রা আমাদের জিজ্ঞেস করে সমস্যা সমাধানে আমরা কী করছি। আমরা তাদের উত্তর দিতে পারিনা। আমরা নিজেরাই জানিনা আমরা কোন অনিশ্চয়তায় আছি।

শনিবার(১৪ ফেব্রুয়ারি’২০১৫) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বিজিএমইএ ভবনের সামনে এ অনশন কর্মসূচি চলাকালে ককটেল হামলা হয়। এতে ২জন আহত হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আনসার, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে রয়েছে।  

বেলা সো্য়া ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলার কথা রয়েছে।

গত বুধবার বিজিএমইএ ভবনে গার্মেন্ট ও টেক্সটাইল খাত এবং সংশ্লিষ্ট অন্যান্য খাতের উদ্যোক্তাদের বৈঠকে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

** ব্যবসায়ীদের প্রতীকী অনশনে ককটেল হামলা
** পোশাকশিল্প ব্যবসায়ীদের প্রতীকী অনশন চলছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।