ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫০০ মিলিয়ন ডলারের ইডিএফ তহবিল হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
৫০০ মিলিয়ন ডলারের ইডিএফ তহবিল হবে

ঢাকা: তৈরি পোশাকসহ অন্যান্য খাতে পরিবেশ বান্ধব বিনিয়োগের (গ্রিন ইনভেস্টমেন্ট) জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) করবে বাংলাদেশ ব্যাংক।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ‌ইসস্টিটিউট  (পিআরআই) কার্যলয়ে এক সেমিনারে ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এ ঘোষণা দেন।


 
পোশাক খাতে অর্থায়ন নিয়ে ‘এক্সেস টু ফিন্যান্স-ইনভায়রনমেন্টাল সাসটেনেবলিটি ইন দ্য টেক্সটাইল সেক্টর’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে পিআরআই।
 
ড. আতিউর রহমান বলেন, সবুজ অর্থায়নকে (পরিবেশ বান্ধব খাতে অর্থায়ন) আমরা মূল ধারার অর্থায়ন করতে চাই। এ লক্ষ্যে কাজ করছি আমরা। আমি ঘোষণা দিচ্ছি-এ খাতের জন্য ৫০০ মিলিয়ন ডলারের  ইডিএফ ফান্ড করা হবে।

‘যারা পরিবেশবান্ধব খাতে বিনিয়োগ করতে চান তারা ফান্ড থেকে সহায়তা পাবেন’—যোগ করেন তিনি।
 
গভর্নর বলেন, আমরা বাংলাদেশের টেক্সটাইল খাতেকে গ্রিন ইন্ডাস্ট্রিজ হিসেবে ব্র্যান্ড করবো। ইতোমধ্যে নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক  কারাখানা করা হয়েছে। এ কারখানার পানি, বিদ্যুতসহ সব কিছু পরিবেশবান্ধব। এমনকি এর শ্রমিকরাও সবুজ!

শ্রমিকরা কোনো ধরনের পরিবেশ দূষণ না করে সাইকেলে চড়ে কারখানায় আসা-যাওয়া করেন বলে জানান ড. আতিউর।
 
২০২১ সালের মধ্যে পোশাক খাতে ৫০ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা প্রসঙ্গে তিনি বলেন, যদি এ পোশাক খাতকে সবুজ শিল্প করতে পারি তবে এ উদ্দেশ্য সফল হবে। এ জন্য পলিসি মেকার, অর্থায়নকারী ও যারা অর্থ নেবেন তাদের সবাইকে সবুজ হতে হবে।
 
স্বল্প সুদে ঋণ দেওয়ার বিষয়ে ড. আতিউর বলেন, বাজেট একটু সহজ হলে স্বল্প সুদে ঋণ দেওয়া যায়। বাজেটে কৃষি খাতে ভর্তুকি দেওয়ার কারণে কৃষকদের ব্যাংক থেকে মাত্র ৪শতাংশ সুদে ঋণ দেওয়া সম্ভব হচ্ছে। পোশাক খাতের জন্যও বাজেটে সরকারের পক্ষ থেকে ভর্তুকির ঘোষণা দিলে স্বল্প সুদে ঋণ দেওয়া যাবে।
 
পিআরআই’র নির্বাহী পরিচালক আহসান মনসুরের পরিচালনায় সেমিনারে অন্যদের মধ্যে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বিজিএমইএ-এর সাবেক সভাপতি ফারুক হাসান, অর্থনীতিবিদ মামুনর রশীদ, ইফতি ইসলাম, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) আবরার এ আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।
 
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই-এর নির্বাহী পরিচালক আহসান মনসুর।

এতে বলা হয়, বাংলাদেশের রফতানি আয়ের ৮০ শতাংশ আসে পোশাক খাত থেকে। এ খাতে ৩ দশমিক ৬ মিলিয়ন মানুষ কাজ করেন। এদের ৮৫ শতাংশ নারী। বর্তমানে এ খাতে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

রানাপ্লাজা দুর্ঘটনা ও তাজরীনে অগ্নিকাণ্ডের পর থেকে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানানো হয় প্রবন্ধে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫, আপডেট: ১৫৫৮ ঘণ্টা,

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।