ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রুপ বীমার মৃত্যুদাবির চেক হস্তান্তর প্রগতি লাইফ’র

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
গ্রুপ বীমার মৃত্যুদাবির চেক হস্তান্তর প্রগতি লাইফ’র ছবি: সংগৃহীত

ঢাকা: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লি. কর্তৃক পারফেটি ভেন মিলি (বিডি) প্রাঃ লি.-এর কর্মকর্তা মৃত প্রদীপ কুমার মজুমদার, ম্যানেজার ও মৃত এম. এম. হোসেন উদ্দিন, প্রডাকশন ম্যানেজার-এর গ্রুপ বীমার মৃত্যু দাবি বাবদ এক কোটি বিশ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

সম্প্রতি প্রগতি লাইফ-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জালালুল আজিম আনুষ্ঠানিকভাবে পারফেটি এর ব্যবস্থাপনা পরিচালক রাজেস রামাকৃষ্ণানের নিকট মৃত্যুদাবির এই চেক হস্তান্তর করেন।



অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- প্রগতি লাইফ-এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. রফিকুল আলম ভূইয়া, দাবি বিভাগের প্রধান ডা. ক্যাপ্টেন (অব.) এ. বি. কে. এম. জুলফিকার, পারফেটি'র মানবসম্পদ বিভাগের প্রধান সঞ্জয় গুলাটি, ম্যানেজার কর্পোরেট এইচআর ও প্রশাসন মো. মঞ্জুর হোসেন জমাদ্দার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।