ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মধুমতি ব্যাংক- রেডিসন ব্লু হোটেল চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
মধুমতি ব্যাংক- রেডিসন ব্লু হোটেল চুক্তি সই ছবি: সংগৃহীত

ঢাকা: মধুমতি ব্যাংক লিমিটেড এবং রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন-এর মধ্যে ব্যাংকের প্রায়োরিটি ক্লায়েন্টের জন্য রুম রেন্ট ও হোটেলের অন্যান্য সেবার ক্ষেত্রে ডিসকাউন্ট সুবিধা সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছে।

সম্প্রতি হওয়া এ চুক্তিতে মধুমতি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ মিজানুর রহমান এবং রেডিসন বস্নু ঢাকা ওয়াটার গার্ডেন-এর মহাব্যবস্থাপক ক্রিস্টফ ভোগলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সেনা হোটেল ডেভেলপমেন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিঃ জেনারেল জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে সই করেন।



এ সময় রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন-এর নির্বাহী সহকারী ব্যবস্থাপক এবং পরিচালক (বিক্রয় ও বিপণন) সাইদ আহমেদ উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে ব্যাংকের হেড অব অপারেশনস খোন্দকার রহিমুজ্জামান, কর্পোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান জাভেদ খান, মানবসম্পদ বিভাগের প্রধান এস এম ইমরান আলমসহ ব্যাংকের উচ্চপদস্হ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।