ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি করপোরেশনের পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন গণসচেতনতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
সিটি করপোরেশনের পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন গণসচেতনতা

ঢাকা: নাগরিকদের সচেতনতা ছাড়া ঢাকা সিটি করপোরেশন নিয়ে কোনো পরিকল্পনা কাজে দেবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনসার আলী। উত্তরা ও পূর্বাচল সিটি নিয়ে মহাপরিকল্পনা করারও আহবান জানান তিনি।



রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কার্যালয়ে ‘নিরাপদ ও সচ্ছন্দে হেঁটে যাতায়াত: আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

আনসার আলী বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩০ লাখ লোক বাস করেন। শুধু সিটি করপোরেশনের একার পক্ষে এই শহরটাকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। শহরটাকে সুষ্ঠু ও সুন্দর রাখার জন্য প্রতিটি মানুষের সচেতনতা দরকার।

আনসার আলী জানান, মেলবোর্ন, সিডনি কিংবা নিউইয়র্ক শহরের সঙ্গে ঢাকার তুলনা করে কোনো কাজে হবে না। কেননা, এখানে আর্থ-সামাজিক অবস্থা এবং নাগরিক সচেতনতার ব্যাপক ঘাটতি রয়ছে।

মতবিনিময় সভায় পরিবেশ বাঁচাও আন্দোলন, ডাব্লিউবিডি ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থানা কর্মকর্তা ক্যাপ্টেন রফিব উদ্দিন, সমাজকল্যাণ কর্মকর্তা মিল্লাদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, এই শহরে ফুটপাত যতোটুকু আছে, তা কম নয়। কিন্তু তার সঠিক ব্যবহার হয় না।

ফুটপাতের যথাযথ ব্যবহার এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য সবার প্রতি আহবান জানান তারা।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।