ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেসিক ও কৃষি ব্যাংকসহ চার ব্যাংক লোকসানে

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
বেসিক ও কৃষি ব্যাংকসহ চার ব্যাংক লোকসানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত / ফাইল ফটো

জাতীয় সংসদ ভবন থেকে: রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক ও কৃষি ব্যাংকসহ দেশের মোট ৫৬টি ব্যাংকের মধ্যে ২০১৪ সালে ৪টি ব্যাংক লোকসানে রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।  
 
রোববার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।


 
সংসদে মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, লোকসানে থাকা অন্য দুটি ব্যংক হলো- আইসিবি ইসলামিক ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান। তবে একই বছরে সরকারি বেসরকারি মুনাফা অর্জনকারী ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক সর্বোচ্চ ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সর্বনিম্ন মুনাফা অর্জন করেছে বলেও জানান তিনি।
 
মন্ত্রী জানান, দেশে ২০১৪ সালে সরকারি-বেসরকারি মুনাফা অর্জনকারী ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে ইসলামী ব্যাংক। যার পরিমাণ ১ হাজার ৬২১ দশমিক ২১ কোটি টাকা। সর্বনিম্ন মুনাফা অর্জন করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। যার পরিমাণ ৭৩ কোটি টাকা।
 
মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, দেশের রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠানগুলোর নিকট বানিজ্যিক ব্যাংকগুলোর  বিপুল পরিমাণ পাওনা রয়েছে। এর পরিমাণ ১১ হাজার ২৫৪ কোটি ৫৭ লাখ টাকা।

এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত  ভারত থেকে সর্বমোট  ৮০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নেওয়া হয়েছে।   প্রাপ্ত এ ঋণ  থেকে ৩০ জানুয়ারি ২০১৫ পর্যন্ত বিভিন্ন প্রকল্পের বিপরীতে মোট ১৭২ দশমিক ৪১ মিলিয়ন মার্কিন ডলার ডিসবার্সমেন্ট হয়েছে। এ ঋণের মাধ্যমে বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন, রেল যোগাযোগ, শিল্প এবং নদী ব্যবস্থাপনা খাতে ১৫টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
 
এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিমানবন্দরে বিভিন্ন সময়ে চোরাচালানের মাধ্যমে আসা জব্দকৃত স্বর্ণ শুল্ক গোয়েন্দা বিভাগকর্তৃক সঠিকভাবে সরকারি কোষাগারে জমা হচ্ছে।

তিনি জানান, দ্যা কাস্টমস অ্যাক্ট-১৯৬৯ এর ধারা ১৬৯ অনুযায়ী স্বর্ণ আটকের পর দ্রুততম সময়ে তা নিকটস্থ শুল্ক গুদামে প্রদান করা হয়। স্বর্ণ উক্ত শুল্ক দফতরের মূল্যবান গুদামে জমা রাখা হয় এবং রিসিপ্ট সংরক্ষণ করা হয়। উক্ত গুদাম সংশ্লিষ্ট শুল্ক কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক-এর সাথে যোগাযোগপূর্বক পুলিশ প্রহরায় উক্ত স্বর্ণ বাংলাদেশ ব্যাংক-এর ভল্টে জমা/প্রদানের জন্য প্রেরণ করে। একজন সার্টিফাইড স্বর্ণকার উক্ত স্বর্ণের গুণগতমান পরীক্ষা করার পর তা বাংলাদেশ ব্যাংকে জমা রাখা হয়। জমা/প্রদানপূর্বক রিসিপ্টসমূহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, স্বর্ণ আটক পরবর্তী তদারকি জোরদার করতে এবং যথাযথভাবে প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে কি না তা তদন্তপূর্বক রিপোর্ট দাখিলের জন্য বাংলাদেশ ব্যাংক ও শুল্ক কর্তৃপক্ষের সমন্বয়ে উচ্চ ক্ষমতাবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

** এসএসসি পরীক্ষায় কেউ বাধা দিতে পারবে না
** রাজস্ব আদায়ের হার ৯৭ দশমিক ৭ শতাংশ
** সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) বিল চূড়ান্ত
** শুল্ক জটিলতায় চট্টগ্রাম বন্দরে ৩০৯ গাড়ি আটক
** সরকারি প্রতিষ্ঠানের কাছে বিটিসিএল’র পাওনা ৫৯ কোটি

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।