ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই বোর্ড সভা ১৯ ফেব্রুয়ারি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
এফবিসিসিআই বোর্ড সভা ১৯ ফেব্রুয়ারি

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের বোর্ড সভা আগামী বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি) আহ্বান করা হয়েছে।   এ সভায় এফবিসিসিআই নির্বাচনী বোর্ড গঠন করা হবে বলে জানা গেছে।



নির্বাচন বোর্ড গঠিত হওয়ার পর বোর্ড সদস্যরাই সিদ্ধান্ত নেবেন এফবিসিসিআইর নির্বাচন অনুষ্ঠানের। বর্তমান কমিটির মেয়াদ গত নভেম্বরেই শেষ হলেও কমিটির বিশেষ অনুরোধে ৩১ মে পর্যন্ত মেয়াদ বাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়।

কমিটির মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন বোর্ড করার কথা। সে অনুযায়ী ৩১ মে’র মধ্যেই এফবিসিসিআই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

এবারের এফবিসিসিআই নির্বাচনে সভাপতি পদে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমদ, এফবিসিসিআইর সাবেক সভাপতি আনিসুল হক এবং এফবিসিসিআইর বর্তমান প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকীম আলী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ব্যবসায়ীমহলে আলোচনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্ট‍া, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।