ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ব্যাংকের ডিএমডি হলেন রাহেল

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
প্রাইম ব্যাংকের ডিএমডি হলেন রাহেল

ঢাকা: প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন রাহেল আহমেদ।
 
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ব্যাংকের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



এতে বলা হয়, সম্প্রতি কাজে যোগ দিয়েছেন রাহেল আহমেদ। এএনজেড গ্রিনলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করা রাহেল পরবর্তীতে একই প্রতিষ্ঠানে কর্পোরেট ব্যাংকিং ডিভিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের স্থানীয় কর্পোরেট ও আন্তর্জাতিক কর্পোরেট বিভাগের প্রধান ছিলেন তিনি। সাত বছর মধ্যপ্রাচ্যের দুটি বৃহত্তম রিজিওনাল ব্যাংকে কর্মরত ছিলেন রাহেল।
 
পেশাগত জীবনে ব্যাংকিং সংশ্লিষ্ট বিষয়ের উপর দেশে-বিদেশে বহু কর্মশালা ও সেমিনারে অংশ নেন ইন্টারন্যাশনাল বিজনেসে এমবিএ ডিগ্রিধারী রাহেল আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।