ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ট্রেড ইউনিয়ন করলেই ছাঁটাই!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
ট্রেড ইউনিয়ন করলেই ছাঁটাই! বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ট্রেড ইউনিয়ন করার ‘দায়ে’ দুইটি তৈরি পোশাক কারখানার বিরুদ্ধে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। এরই মধ্যে ৩০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।



সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশনের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে শ্রমিকরা এসব অভিযোগ করেন।

শ্রমিকরা অভিযোগ করেন, কর্মীদের স্বার্থ রক্ষায় রাজধানীর রামপুরার রূপা অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড এবং গাজীপুরের রূপা সোয়েটার প্রাইভেট লিমিটেডে শ্রমিক সংহতি ইউনিয়ন (যথাক্রমে রেজি. নং- (রেজি.-৪৭৭৮ ও ৪৭৭৯) গঠন করা হয়।

এরপর থেকেই নানা অজুহাতে ও নিয়ম-নীতির কোনো তোয়াক্কা না করেই শ্রমিক ছাঁটাই শুরু করে মালিকপক্ষ।

কারখানার শ্রমিক লোকমান হোসেন বাংলানিউজকে বলেন, গত ১০ বছর ধরে এখানে চাকরি করি। শ্রমিকরা কোনো বিষয়ে মুখ খুললে মামলার ভয় দেখানো হচ্ছে।

এমনকি যখন-তখন কাজ নেই বলে কারখানা বন্ধ ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ।

তিনি বলেন, ১২ জানুয়ারি বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন নিতে গেলে শ্রমিক ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত ৩০ জন শ্রমিকের কার্ড আটকে রাখে কর্তৃপক্ষ।

অভিযোগ করে লোকমান বলেন, কার্ড আটকে রাখার বিষয়ে জানতে চাইলে কারখানার এমডি সালাম ও সহকারী পিএম মল্লিক জানান, তোমাদের চাকরি নেই।

ছাঁটায়ের শিকার শ্রমিক সুলতান মাহমুদ বাংলানিউজকে বলেন, গত পাঁচ বছর ধরে নিটিং সেকশনে কাজ করি। কিন্তু ট্রেড ইউনিয়নে যোগ দেওয়ার পর থেকেই কর্তৃপক্ষ নানা নির্যাতন করছে।

একই গ্রুপের অন্যান্য কারখানাতেও শ্রমিক ছাঁটাই অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশনের সাধারণ সম্পাদক স্মৃতি আক্তার শাহিদা বলেন, ডিসেম্বরে ১৮ জন শ্রমিক ছাঁটাই করার পর আর কোনো শ্রমিক ছাঁটাই করবে না- বলে মালিক শহীদ আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ইউনিয়ন করার পর টার্গেট করে লোক ছাঁটাই করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।