ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হরতাল-অবরোধে লোকসান

আশুলিয়ায় পোশাক কারখানা বন্ধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
আশুলিয়ায় পোশাক কারখানা বন্ধ ঘোষণা ছবি: প্রতিকী

সাভার (ঢাকা): চলমান হরতাল-অবরোধে নাশকতার জেরে বিদেশি অর্ডার না পাওয়ায় লোকসানের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার জিরাবোর বটতলা এলাকার সাউর্দান সোয়েটার কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।



এ সময় কারখানার তিন শতাধিক শ্রমিককে দেড় মাসের বেতন দিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ।

কারখানার পরিচালক ইলিয়াস মিয়া বাংলানিউজকে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিদেশি বায়াররা আশানুরুপ কাজ দিচ্ছেন না। তাই লোকসানের মুখে কারখানাটি বন্ধ করে দিতে বাধ্য হলাম।

পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানাটি আবারো চালু করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে দেশের এমন পরিস্থিতিতে চাকরি হারিয়ে হতাশা প্রকাশ করেছেন কারখানার শ্রমিকরা। পরিস্থিতি স্বাভাবিক না হলে কোথাও কাজের সন্ধান হবে না বলে দুঃখ প্রকাশ করেন তারা।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।