ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫৩৯৭ কোটি টাকার ছয় প্রকল্প অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
৫৩৯৭ কোটি টাকার ছয় প্রকল্প অনুমোদন ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচ হাজার ৩৯৭ কোটি ৭ লাখ টাকার ছয় প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ।

মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি ) শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।



প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকার দেবে ৪ হাজার ৯১৪ কোটি ৬৫ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ২৯ কোটি ৩১ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা থেকে ৪৫৩ কোটি ১১ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন ও তিনটি পুরাতন।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশ সময় : ১১২৮ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।