ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মাহবুব আলম চট্টগ্রাম চেম্বারের সভাপতি, সেলিম সিনিয়র সহসভাপতি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
মাহবুব আলম চট্টগ্রাম চেম্বারের সভাপতি, সেলিম সিনিয়র সহসভাপতি

ঢাকা: এমএ লতিফ এমপি প্যানেলের মাহবুবুল আলম চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন।

একই প্যানেলের মো. নুরুল নেওয়াজ সেলিম সিনিয়র সহসভাপতি এবং সৈয়দ জামাল আহমদ সহসভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন।



গত সোমবার(১৬ ফেব্রুয়ারি’২০১৫) 'দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০১৫-১৬ মেয়াদের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের লক্ষ্যে চেম্বারের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টরসের সভা অনু্ষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত পরিচালক দিদারুল আলম এমপি।

সভায় উপস্থিত পরিচালকদের সর্বসম্মতিক্রমে এমএ লতিফ এমপি সমর্থিত প্যানেলের মাহবুবুল আলম সভাপতি, মো. নুরুল নেওয়াজ সেলিম সিনিয়র সহ-সভাপতি ও সৈয়দ জামাল আহমদ সহ-সভাপতি নির্বাচিত হন।

চট্টগ্রাম চেম্বার ইলেকশন বোর্ড চট্টগ্রাম চেম্বারের ২০১৫-১৬ মেয়াদের পরিচালনা পরিষদের ২৪ পরিচালককে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রেসিডিয়াম নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচিত পরিচালকরা হলেন- অর্ডিনারি গ্রুপে সংসদ সদস্য মো. দিদারুল আলম, বর্তমান সিনিয়র সহসভাপতি আলহাজ নুরুল নেওয়াজ সেলিম, একেএম আক্তার হোসাইন, অঞ্জন শেখর দাশ, এমএ মোতালেব, মাহবুবুল হক চৌধুরী বাবর, মাজহারুল হক চৌধুরী, আনোয়ার শওকত আফসার, মোহাম্মদ আরিফ ইফতেখার, মো. রকিবুর রহমান, মো. জাহেদুল হক এবং সারোয়ার হাসান জামিল।

অ্যাসোসিয়েট গ্রুপে নির্বাচিতরা হলেন- বর্তমান সভাপতি মাহবুবুল আলম, মো. সিরাজুল ইসলাম, জহিরুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, ওহিদ সিরাজ চৌধুরী স্বপন ও এসএম সামশুদ্দিন। টাউন অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে হাবিব মহিউদ্দিন, মো. হাবিবুল হক এবং জহুরুল আলম; ট্রেড অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে বর্তমান সহসভাপতি সৈয়দ জামাল আহমদ, কামাল মোস্তফা চৌধুরী, মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী। তবে নতুন প্রেসিডিয়ামের মেয়াদকাল শুরু হবে আগামী ৩১ মার্চ থেকে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।