ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হরতাল বন্ধের দাবি বিআইএ’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
হরতাল বন্ধের দাবি বিআইএ’র

ঢাকা: আইন প্রণয়ণের মাধ্যমে হরতাল বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।
 
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারের কাছে এ দাবি জানায় সংগঠনটি।


 
বিআইএ’র পক্ষে সংগঠনটির সভাপতি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন এ দাবি জানান।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুশীল সমাজের নামে যে কমিটির উদ্ভব হয়েছে তাদের কার্যক্রম পরিচালনা করতে অনুমোদন কে দিয়েছে বা কেন দিয়েছে তা নিয়ে আমাদের সংশয় হচ্ছে। দেশের কোনো কমিটিরই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নাশকতাকে সমর্থন করা উচিত নয়।
 
হরতাল বন্ধের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আবারও হরতাল দেওয়া হয়েছে। হরতাল যারা ডাকবে মানুষের জানমাল রক্ষার দায়িত্বও তাদের নিতে হবে। এ দায়ভারের জন্য আইন প্রণয়ন করতে সরকারকে এগিয়ে আসতে হবে। আইন করে সরকারের উচিত হরতাল বন্ধ করা।
 
আমরা ব্যবসা করি/চাকরি করি ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য। কিন্তু তারা যে স্কুল কলেজ থেকে ফিরতে পারবে তার কোন নিশ্চয়তা নেই। ছেলেমেয়েদের পরীক্ষা বন্ধ করে তাদের ভবিষ্যত নষ্ট করে দেওয়ার অধিকার কোনো রাজনৈতিক দলের থাকতে পারে না।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের কোনো শান্তি প্রিয় লোক এই ধ্বংসাত্মক হরতাল সমর্থন করে না। এ জন্য দেশের শান্তিপ্রিয় জনতার প্রতি অনুরোধ আপনারা সকলের মধ্যে হরতাল বন্ধের দাবিতে ঐক্যবদ্ধ হতে প্রেরণা যোগান।
 
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।