ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন

সাভার: রাজধানীর অদূরে আশুলিয়ায় নিয়ম বহির্ভূত শ্রমিক ছাটাই বন্ধের দাবিতে মানববন্ধন করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগর চন্দ্র মহাসড়কে সনিয়া ফাইন নিট নামে একটি পোশাক শ্রমিকদের নিয়ে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।



মানববন্ধনে বক্তারা বলেন, গত ১২ ডিসেম্বর হঠাৎ করে প্রায় শতাধিক শ্রমিককে কারখানায় কাজ না থাকার বরাত দিয়ে ছাটাইয়ের কথা জানানো হয়। তবে নিয়মিতভাবে কারখানার কাজ চলতে থাকলে ছাটাইকৃত শ্রমিকরা চাকরি পুর্নবহালের দাবি জানান। কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেননি।

বাংলাদেশ সময় :  ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।