ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে ২ কারখানা ও রেস্তোরাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
বরিশালে ২ কারখানা ও রেস্তোরাকে জরিমানা

বরিশাল: ভেজাল বিরোধী অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরি ও পঁচা-বাসী খাবার রাখার অভিযোগে বরিশালে দুই কারখানা ও দুই রেস্তোরাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে এক ফার্মেসির মালিককেও জরিমানা করা হয়েছে।



বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বাংলানিউজকে জানান, শিশুদের প্রিয় খাদ্য তিল, খাজা ও মুড়ির মোয়া অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে বানানোর দায়ে নগরীর কেডিসিতে মৌ সুপার মোয়া কারখানা মালিককে ১০ হাজার টাকা এবং সৌদিয়া চিড়ার খাজা কারাখানা মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পঁচা-বাসী খাবার রাখার অভিযোগে নগরীর বাধরোডের সাউথ কিং চাইনিজ রেস্তোরা ও সদর রোড চায়না রেস্তোরা কর্তৃপক্ষকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে সদর রোডের সোনালী ফার্মেসির মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।