ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এটিএম চার্জ প্রকাশ্যে টানিয়ে রাখার নির্দেশ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
এটিএম চার্জ প্রকাশ্যে টানিয়ে রাখার নির্দেশ

ঢাকা: আন্তঃব্যাংক এটিএম কার্যক্রমে এক ব্যাংকের গ্রাহক কর্তৃক অন্য ব্যাংকের এটিএম ব্যবহারের নির্ধারিত ফি বা সার্ভিস চার্জ দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।



সার্কুলারে বলা হয়েছে, এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন, অর্থ অনুসন্ধান এবং খুদে বিবরণী সংগ্রহের ক্ষেত্রে যে সার্ভিস চার্জ বা ফি কেটে রাখা হয় সেটি জানতে পারেন না। ফলে তারা অনেক ক্ষেত্রেই ভোগান্তিতে পড়েন। এ অবস্থায় ভিন্ন কোন ব্যাংকের এটিএম কার্ড ব্যবহারে যেমন অর্থ উত্তোলন, স্থিতি অনুসন্ধান এবং খুদে বিবরণী সংগ্রহের ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে ধার্যযোগ্য সার্ভিস চার্জ বা ফি হার সুস্পষ্টভাবে সংশ্লিষ্ট এটিএম বুথের দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সম্প্রতি অন্য ব্যাংকের এটিএম ব্যবহারের প্রতি লেনদেনে গ্রাহক পর্যায়ে চার্জ বাড়িয়ে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে স্থিতি জানতে ভ্যাটসহ আরও ৫ টাকা দিতে হবে। পাশাপাশি ক্ষুদ্র রসিদের জন্য দিতে হবে ভ্যাটসহ আরও ৫ টাকা।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।