ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীদের মানববন্ধন, মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীদের মানববন্ধন, মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত খালপাড়ে ট্রাক রাখা ও পণ্য উঠানো-নামানোর জায়গা গোপনে বন্দোবস্ত দেওয়ার প্রতিবাদে ব্যবসায়ী মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধন শেষে ব্যবসায়ীরা ব্যানার হাতে শহরের প্রধান সড়কে মিছিল ও কালিবাড়ি মোড়ে গিয়ে সমাবেশ করে।



মানববন্ধনে শহরের টান বাজার, জগত বাজার, আনন্দ বাজার, হকার্স মার্কেট, সড়ক বাজার, ছাতিপট্টি, লাখী বাজার, মসজিদ রোড, কে. দাস মোড় ও ডা. ফরিদুল হুদা রোডের অন্তত এক হাজারেরও বেশি ব্যবসায়ী অংশ নেন।

পরে তারা মিছিল সহকারে জেলা পরিষদ এলাকা ঘুরে কালিবাড়ি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি আজিজুল হক বলেন, জেলা পরিষদ কর্তৃপক্ষ যদি দ্রুত এই বন্দোবস্ত বাতিল না করে তাহলে ব্যবসায়ীদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।