ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা সিটি নির্বাচনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন

শামীম খান ও ইসমাইল হোসেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
ঢাকা সিটি নির্বাচনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন

ঢাকা: ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন আয়োজনের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি’২০১৫) মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন।



বৈঠক শেষে মন্ত্রিসভার একাধিক মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে সিটি করপোরেশন নির্বাচনের ফাইল অনুমোদন করেছেন।
 
নিয়মানুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন নির্বাচন কমিশনকে(ইসি) ডিসিসি নির্বাচন অনুষ্ঠানের অনুরোধ জানালে ইসি নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

ঢাকা সিটির জন্য সময়মত প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও জানান একজন মন্ত্রী। তবে একাধিক প্রার্থী যেন না থাকে, সে বিষয়ে সমন্বয় করে প্রার্থী দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তবে নির্বাচনের দিনক্ষণ নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়নি। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সব সদস্যকে নির্বাচন নিয়ে কাজ করতে বলেছেন। বিশেষ করে ঢাকা মহানগরের দায়িত্বে যেসব আওয়ামী লীগ নেতা রয়েছেন তাদের জোর দিয়ে কাজ করতে বলেছেন।

একজন মন্ত্রী বলেন, সরকার চায় সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক।
 
সূত্র জানায়, মন্ত্রিসভার সদস্যদের দু’একজন এই মুহূর্তে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আপত্তি জানিয়েছেন। তারা বলেছেন, এই মুহূর্তে নির্বাচন দেওয়া ঠিক হবে কি না- তা ভেবে দেখা দরকার।

এসময় প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা যে সুবিধাজনক সময়ের কথা চিন্তা করছেন, সেই সুবিধাজনক সময় আপনাদের কাছে কখনও মনে হবে না। নির্বাচন হওয়া দরকার। সিটি করপোরেশনের জনসাধারণ এভাবে কষ্ট ভোগ করতে পারে না। নির্বাচিত জনপ্রতিনিধিদের সেবা যাতে জনগণ পায় সে ব্যবস্থা করতে হবে।

ঢাকার পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়েও আলোচনা হয় মন্ত্রিসভায়। চট্টগ্রাম সিটি এবং ঢাকা দক্ষিণের প্রার্থী কাকে করা হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
 
গত ১৬ ফেব্রুয়ারি মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী স্থানীয় সরকারমন্ত্রীকে দ্রুত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের নির্দেশ দেন। সে সময় ঢাকা উত্তরের জন্য আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হককে সমর্থন দেওয়ার কথা জানিয়েছিলেন।
 
২০০২ সালের এপ্রিলে ভোটের পর ২০০৭ সালের মে মাসে অবিভক্ত ডিসিসির নির্বাচনের মেয়াদ শেষ হয়।
 
এরপর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময় ২ বার নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হলেও তা আর হয়নি।

২০১১ সালের ৩০ নভেম্বরে ৫৬টি ওয়ার্ড নিয়ে দক্ষিণ ও ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তর নামে দুই ভাগ হয় ডিসিসি।

দুই ভাগ করার পর অনির্বাচিত প্রশাসক দিয়ে চলছে ঢাকা সিটি করপোরেশন।
 
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫/আপডেটেড- ১৬৩৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।