ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারে ভারতের উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারে ভারতের উদ্যোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নিচ্ছে ভারত। বাংলাদেশের পণ্য ভারতে সহজে প্রবেশ ও বাংলাদেশের বিনিয়োগকারীদের ভারতে গিয়ে বিনিয়োগের সুযোগও বাড়ানো হবে।



শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর ইস্কাটনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে ভারতীয় চেম্বার অব কমার্সের নেতাদের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতে গিয়ে ও ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে এসে ব্যবসা করার বিষয়ে আলোচনা হয়েছে। সার্কের সব দেশই এ সুবিধার আওতায় আসবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের পণ্য ভারতে যেতে যেসব বাধার মুখে পড়ে, তা সমাধান করতে ভারতীয় চেম্বারের সঙ্গে বাংলাদেশের চেম্বার নেতারা আলোচনা করে সমাধানের উদ্যোগ নেবেন।

আগামী ১৩ মার্চ ভারতের নর্থ বিজনেস সামিটে যোগ দেবে বাংলাদেশ। আমরা বাণিজ্যের কোন কোন সেক্টরকে প্রাধান্য দিতে চাই, সেটা নিয়ে সামিটে গিয়ে আলোচনা করবো। সেখানে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো নিয়ে পৃথক বৈঠক ও আলোচনা হবে বলে জানান আমির হোসেন আমু।

বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের ১২ সদস্যের নের্তৃত্বে ছিলেন ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সভাপতি রিপন রায়। বাংলাদেশের পক্ষে শিল্পমন্ত্রী এবং মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সভাপতি রিপন রায় সাংবাদিকদের বলেন, এ বৈঠকের উদ্দেশ্য হচ্ছে, সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে যেসব সমস্যা উঠে এসেছে, তা বাংলাদেশ চেম্বারের সঙ্গে বসে চিহ্নিত করা হবে। এরপর প্রয়োজনে ভারত সরকারের কাছে তা তুলে ধরা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।