ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পোল্ট্রির স্বাস্থ্য সুরক্ষায় নাভানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
পোল্ট্রির স্বাস্থ্য সুরক্ষায় নাভানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পোল্ট্রির স্বাস্থ্য সুরক্ষায় প্রায় সব ধরনের ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের পাশাপাশি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। পোল্ট্রির স্বাস্থ্যগত কোনো সমস্যার কথা জানালে সেখানে গিয়ে নাভানার বিশেষজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা দিয়ে আসেন।


 
শনিবার (২১ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা ৯ম আন্তর্জাতিক পোল্ট্রি প্রদর্শনীর শেষ দিনে নাভানা ফার্মাসিউটিক্যালসের স্টলে গিয়ে এসব তথ্য জানা যায়।
 
নাভানা ফার্মাসিউটিক্যালস এর সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ ডা. মো. মাসুদ জানান, বর্তমানে নাভানা ফার্মাসিউটিক্যালসের ৮টি রিজিওয়ানাল অফিস রয়েছে। এসব অফিসে একজন করে পোল্ট্রি বিশেষজ্ঞ (ভেটেরিনারিয়ান) রয়েছেন। এর সংখ্যা ভবিষ্যতে আরও বৃদ্ধির পরিকল্পনাও আছে তাদের।
 
এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে পোল্ট্রি খামারকে লাভজনক করার উদ্দেশ্যে খামারিদের নিয়ে বিজ্ঞানসম্মত সেমিনারও করে থাকেন তারা।
 
২০০২ সাল থেকে পোল্ট্রির চিকিৎসায় আগমন ঘটে নাভানা ফার্মাসিউটিক্যালসের। নিজেদের পণ্য ছাড়াও এ প্রতিষ্ঠানটি বিশ্বের উন্নত কোম্পানি ওষুধ আমদানি ও বাজারজাত করে। খামারিদের মানসম্মত ওষুধ সরবরাহের পাশাপাশি সরাসরি চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
 
স্টল সূত্র জানায়, তাদের পোল্ট্রির স্বাস্থ্য সুরক্ষায় প্রায় ১০৫টি ওষুধ রয়েছে। এর মধ্য উল্লেখযোগ্য হলো সি-ফ্লো লিকুইড, কলিমক্স ভেট ডব্লিউএসপি, এনরো ১০ লিকুইড, ইরাজিন ভেট, নাভামক্স ভেট ৩০% ডব্লিউএসপি, টাইডক্সি ভেট ডব্লিউএসপি, পলিমিক্স লিভার টনিক লিকুইড, ওরিগো স্টিম (লিকুইড অ্যান্ড পাউডার)। এছাড়া ল্যাপরোভেট, ফ্রান্স থেকে সরাসরি আমদানি করা উন্নত মানের পোল্ট্রির ভ্যাকসিন বাজারজাত করছে তারা।
 
সূত্র আরও জানায়, শুধু পোল্ট্রি নয় মাছেরও বিভিন্ন উন্নত মানের ওষুধ বাজারজাত করে থাকে তারা। প্রাণি সম্পদ বিভাগের উন্নয়নের স্বার্থেই দেশের বৃহৎতম প্রতিষ্ঠানটি পোল্ট্রি স্বাস্থ্যর ওষুধ বাজারজাত করার পরিকল্পনায় আসে।
 
সার্বিক বিষয়ে নাভানা ফার্মাসিউটিক্যালস’র ডিরেক্টর মার্কেটিং অখিল চন্দ্র ভৌমিক বলেন, আমাদের নিজস্ব ভেটেরিনারি ইউনিট আছে যেখানে শুধু পোল্ট্রির স্বাস্থ্য রক্ষায় বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ওষুধ তৈরি করছি। ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্সের মতো বড় বড় দেশের সঙ্গে আমাদের অংশীদারিত্ব রয়েছে। ফলে ওষুধের মান অনেক উন্নত।
 
তিনি জানান, বাংলাদেশের অর্থনীতিতে পোল্ট্রি শিল্প যে অবদান রাখছে সেখানে ইসলাম গ্রুপের নাভানা ফার্মাসিউটিক্যালসের অংশীদারিত্বও আছে। এটাই বড় পাওয়া।
 
ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা তিন দিনব্যাপী ৯ম আন্তর্জাতিক পোল্ট্রি প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করে।
 
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।