ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকায় এবিবির সেমিনার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
ঢাকায় এবিবির সেমিনার

ঢাকা: প্রকৌশল প্রতিষ্ঠান এবিবির উদ্যোগে গত ১৭ ও ১৮ই ফেব্রুয়ারি ঢাকায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন প্রতিষ্ঠানটির দেশীয় প্রযুক্তিবিদ ছাড়াও ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, ভারত, অস্ট্রেলিয়া ও দুবাই হতে আগত ফ্যাকাল্টিরা।



দুইদিনের এই সেমিনারে প্রায় ২০০ জন বাংলাদেশি ভোক্তা ও স্টেকহোল্ডার অংশ নেন। এদের মধ্যে রাষ্ট্রদূত, বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক ছাড়াও উপস্থিত ছিলেন উদীয়মান প্রকৌশলীরা।

যেসব প্রযুক্তি নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে সর্বশেষ আবিস্কৃত গ্যাস ইন্সুলেশন টেকনোলজি যা বর্তমানে প্রচলিত ব্যবস্থার তুলনায় পরিবেশবান্ধব। এছাড়াও আলোচিত হয়েছে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা অটোমেশনের নতুন কিছু উদ্ভাবন নিয়ে।

অগ্রগামী প্রকৌশল প্রতিষ্ঠান এবিবি কলকারখানা এবং বিদ্যুৎ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য তারা পাওয়ার এবং অটোমেশন সংক্রান্ত বিশেষ সুবিধা সম্বলিত পণ্য সরবরাহ করে থাকে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।